1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটবাসীকে যে সুখবর দিলেন ফাহিম আল্ চৌধুরী জকিগঞ্জে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন জকিগঞ্জের এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রার্থীদের নিয়ে ছাত্র মজলিসের শিক্ষা সফর জকিগঞ্জের কাছারচক জামে মসজিদের ইমামকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন এলাকাবাসী কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ ফেরত দেয়নি বিএসএফ! কানাইঘাটের শাহপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন: আশঙ্কাজনক ২ জন জকিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রস্তাবিত মরিয়ম এবাদ মহিলা কলেজ পরিদর্শন করলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

অস্ট্রেলিয়ার সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমগত ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি নিয়ে ব্যাঙ্গ করা ও মিটফোর্ডের পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান-এর পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ, মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সদস্য ও ভিক্টরিয়া শাখার আহ্বায়ক রহমত-উল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু ব্যপারী ও সিনিয়র সদস্য রাসেল আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাসেদুল হক বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ছবি সম্বলিত পোষ্টার সোস্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে প্রচার ও বিদ্রুপ করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে উস্কানি মুলক বক্তব্য দিয়ে জনমনে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। তিনি এসবের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশকে অস্তিত্বশীল করার যে কোন ষড়যন্ত্র আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য্য ও সাহসিকতার সাথে তা মোকাবিলা করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ অমি ফেরদৌস বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি ও মিডফোর্ডে ব্যবসায়িক জের ধরে সোহাগ নামের একজনকে পিঠিয়ে দিনে দুপুরে হত্যা করা এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এমন হত্যাকাণ্ড বাংলাদেশে আর কোথাও যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত জানিয়ে তিনি বলেন, সোহাগ হত্যার সকল খুনীদের গ্রেপ্তার করে দ্রততম সময়ের মধ্যে দৃষ্টান্ত মুলুক শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট