জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত পীরনগর গ্রামে জকিগঞ্জ-শেওলা সড়কের পাঁশে মোকাম বাজার নামে একটি বাজারের শুভ উদ্বোধন করা হয়ে। সোমবার (২৮শে মার্চ) সকাল ১১ ঘটিকার সময় মোকাম বাজারের জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ হেলাল-এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য এমাদ উদ্দিন-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মালিক (মালই মিয়া) ও রিয়াজুল হক রানু প্রমূখ।
মোকাম বাজারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিপূল সংখ্যাক লোক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নতুন স্থাপিত মোকাম বাজার-এর উন্নতি, অগ্রগতি ও সফলতা কামনা করেন।
Leave a Reply