সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩শত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত নেভি ব্লু রংয়ের একটি প্রাইভেট কার। যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো গ-১২-২০২৯।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর থানার সালন্দর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে ও বর্তমান সিলেট নগরীর জালালাবাদ থানার অন্তর্গত আখালিয়া বড়বাড়ি এলাকায় বসবাসরত সাজ্জাদ আহমদ আদিল (২৬), সিলেট নগরীর জালালাবাদ থানার অন্তর্গত বাদেয়ালী গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ গুলজার (২৮) ও একই থানার অন্তর্গত আনন্দপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে হাছন আলী (২৭)।
জানা যায়, মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের তাজ উদ্দিন-এর বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর নির্দেশে এসআই মোহন রায়ের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের দেহ তল্লাশিকালে সাজ্জাদ আহমদ আদিল-এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকেটের ভিতর রক্ষিত ১০০ পিস ইয়াবা, মোঃ গুলজার-এর পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি নীল রংয়ের ছেঁড়া পলিথিনে মোড়ানো ৬০পিস ইয়াবা, হাছন আলী-এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল রংয়ের ছেঁড়া পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত প্রাইভেটকার-এর পিছনের বক্সে ১টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকেটের ভিতর রক্ষিত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা অবৈধভাবে দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।
স্থানীয় লোকজন জানান, আসামীরা প্রায়ই প্রাইভেটকার যোগে এই এলাকায় আসে এবং মাদকদ্রব্য বিক্রয় করে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, মাননীয় সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যার ও জকিগঞ্জ সার্কেলের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন স্যার-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে টিম জকিগঞ্জ-এর পুলিশ সর্বদা মাদক নির্মূলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে আপ্রাণ চেষ্টা করছি। এ ক্ষেত্রে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জবাসীর সর্বাত্মক সহযোগীতা চায়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ৯ (ক)/৩৬ (০১) এর টেবিল ১০ (ক)/২৬ ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply