বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি জকিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট মোশতাক আহমদ বলেছেন, পবিত্র রমজান মাসে আল্লাহর রহমত, করুণা ও মাগফিরাত প্রাপ্তির মাস। নিজেদের পরিশুদ্ধ করার সর্বোত্তম সময় হচ্ছে পবিত্র রমজান মাস। তাই আমরা সবাই পবিত্র রমজান মাসে যেন বেশী বেশী ইবাদত বন্দেগী করি।
তিনি রোববার (১৬ এপ্রিল) বিকেলে জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়িস্থ বালাউট দারুল কোরআন মাদ্রাসায় রতনগঞ্জ এডুকেশন ট্রাষ্টের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও এলাকার মুরব্বিয়ানদের নিয়ে আয়োজিত ইফতারের পূর্বে মোনাজাত করেন বালাউট ছাহেব ক্বিবলাহ-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা মুফতি উবায়দুর রহমান।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ নেতা শামীম আহমদ, ৯নং মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বকুল, সংগঠক মাওলানা মাসুকুর রহমান মারুফ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, রতনগঞ্জ এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য বাবর হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা শাহান আহমদ চৌধুরী, আতিক আহমদ, পৌর ছাত্রলীগ নেতা খালেদ আহমদ ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়ন ও মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Leave a Reply