1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে নান্দনিক এক মসজিদ-এর শুভ উদ্বোধন জকিগঞ্জ-কানাইঘাটের মধ্যবর্তী স্থানে নান্দনিক একটি কনভেশন হলের ভিত্তি প্রস্তর স্থাপন জকিগঞ্জের পল্লীশ্রী টুকের বাজারে সিলেট জেলা বিএনপি নেতারা সংবর্ধিত জকিগঞ্জে মুফতি হাফিজ মাওলানা আবুল হাসান সংবর্ধিত জকিগঞ্জে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করলেন ইউএনও এ.কে.এম. ফয়সাল মাহে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে জাতীয় পার্টির বিশাল জনসভা অনুষ্ঠিত জকিগঞ্জের কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জ উপজেলা তালামীযের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন জকিগঞ্জে উদীয়মান সমাজ কল্যাণ সংস্থার পুরস্কার বিতরণ

সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন জকিগঞ্জের রহিমুন্নেছা চৌধুরী

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে বিভাগীয় পর্যায়ে সফল জননী হিসেবে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের রহিমুন্নেছা চৌধুরী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সফল এই নারীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ সম্মানী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
সফল জননী হিসেবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রহিমুন্নেছা চৌধুরীর খুবই অল্প বয়সে একই গ্রামের দিদার বক্ত চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল। সংসার জীবনে তিনি ৭ ছেলে ও এক মেয়ের জননী। সন্তানদের পড়ালেখার ব্যাপারে সবসময়ই উদাসীন ছিলেন স্বামী দিদার বক্ত চৌধুরী। তবে নিজে পড়ালেখা না করতে পারার একটি দুঃখ মনের ভেতর পুষতেন রহিমুন্নেছা। সন্তানদের শিক্ষিত করে সেই দুঃখ ঘুচানোর প্রতিজ্ঞা করেন তিনি। সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত সকল সন্তানকেই তিনি শিক্ষিত করতে সক্ষম হয়েছেন। শ্রেষ্ঠ জয়িতা রহিমুন্নেছার সকল ছেলে-মেয়ে বর্তমানে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।
জানা যায়, এ রত্নগর্ভা এই গর্বিত মায়ের সন্তান রিমন আহমদ চৌধুরী এবারের ইউনিয়ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেন। একজন উচ্চ শিক্ষিত, নম্র ও ভদ্র সাবেক ছাত্রনেতা হিসাবে রিমন আহমদ চৌধুরী এলাকায় বেশ পরিচিত। এছাড়া সেলিম আহমদ চৌধুরী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, খালেদ আহমদ চৌধুরী সোনালী ব্যাংকের অফিসার পদে কর্মরত, হুমন আহমদ চৌধুরী সিলেট দক্ষিণ সুরমায় অবস্থিত সৈয়দ কুতুব জালাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, শামিম আহমদ চৌধুরী ডেপুটি ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক, দবির আহমদ চৌধুরী লন্ডন প্রবাসি, কার্জন আহমদ চৌধুরী সিনিয়র অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক ও মেয়ে ফরিদা ইয়াসমিন চৌধুরী গণিপুর কামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
সফল জননী রহিমুন্নেছা চৌধুরী জীবনের পড়ন্ত বেলায় সন্তানদের সুখি-সমৃদ্ধ জীবন দেখে আত্মপ্রশান্তি উপভোগ করেন। তাই সবার প্রতি তাঁর একটাই অনুরোধ, যতোই প্রতিবন্ধকতা আসুক সবকিছু পেছনে ঠেলে সন্তানদের পড়ালেখা করিয়ে মানুষ করার।
অপরদিকে মায়ের এই অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সকল ছেলে-মেয়েরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট