আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জকিগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজস্ব বিশ্বাস, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংবাদিক কেএম মামুন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, এনসিপি নেতা শিব্বির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসেন, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সারওয়ার জাহান, জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক এসআই সজিব রায়, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, উপজেলা আনসার কামান্ডার লিটন ভটাচার্য, ৯নং মানিকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহিদ, পুজা আয়োজকদের মধ্যে অমিত রায়, রাজা রঞ্জন বিশ্বাস, দিপনকর বিশ্বাস ও প্রনজিৎ দাশ প্রমুখ।
বিশেষ সভায় জকিগঞ্জ উপজেলার ৮৭টি পূজা মণ্ডপে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply