শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে অসাধারণ সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করেছেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর। তিনি ৪.০০ স্কেলের মধ্যে ৩.৮৪ সিজিপিএ অর্জন করেছেন, যা “With Distinction” এবং “First Class First”-এর স্বীকৃতি লাভ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এটি এই বিভাগে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ সিজিপিএ।
শিক্ষাজীবনের শুরু থেকেই মাসরুর ছিলেন মেধাবী। বাংলাদেশের কওমি মাদরাসা শেষে দারুল উলূম দেওবন্দ, ভারত থেকে কওমি মাদরাসার শিক্ষা গ্রহণের পাশাপাশি তিনি বাংলাদেশের সরকারি মাদরাসায়ও কৃতিত্বের সাথে পড়াশোনা করেছেন। তিনি শাহবাগের জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
২০১৩ সালে চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসা থেকে জেডিসি ও ২০১৬ সালে দাখিল পরীক্ষায় জকিগঞ্জে একমাত্র A+ পাওয়ার গৌরব অর্জন করেন। এরপর গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে ২০১৯ সালে আলিম পাশ করে তিনি শাবিপ্রবিতে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অগ্রসর হওয়ার পাশাপাশি মাসরুর আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তিনি ইতোমধ্যে চারবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জাতিসংঘের ইয়ুথ ফোরামসহ তিনটি আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যার মধ্যে দুটি ইউপিজি লিডারশিপ প্রোগ্রামও রয়েছে।
একজন উদীয়মান গবেষক হিসেবে মাসরুরের দুইটি গবেষণা প্রবন্ধ ইতোমধ্যেই আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। একাডেমিকের বাইরেও তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি শাবিপ্রবির “জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট (ZSO)”-এর সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ও পুসাজে (PUSAZ) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মাসরুর বলেন, “শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ অর্জন আমার জন্য গৌরবের বিষয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের ও এলাকার শিক্ষা, সমাজ ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। সকলের দোয়া চাই।”
তিনি জকিগঞ্জ উপজেলার খাদিমান গ্রামের মাওলানা ক্বারী সামছুল ইসলামের বড় সন্তান। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
Leave a Reply