জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের চারিগ্রামে বিশাল কর্মী সম্মেলন করেছে জাতীয় পার্টি। রোববার (৩১ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় স্কুল মাঠে ওয়ার্ড জাতীয় পার্টি এ সম্মেলনের আয়োজন করে।
জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মাহমুদুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলীউর রহমান-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান নুমানী।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর ও সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন।
বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা ময়নুল হক, আব্দুল আহাদ, শাহাব উদ্দিন সাবু ও আবুল হাসান প্রমূখ।
কর্মী সম্মেলনে ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক কবির আহমদ-এর নাম ঘোষণা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর বলেন, দেশে এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ কোন ধর্মের মানুষ নিরাপদে নেই। সকল ধর্মের মানুষ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ আওয়ামী লীগের নিকট বিএনপি, আবার বিএনপির নিকট আওয়ামী লীগ কেউ কারো নিকট নিরাপদ নেই। একমাত্র জাতীয় পার্টি এদেশের মানুষকে নিরাপদ রাখতে পারে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি গ্রামে-গঞ্জে ও পাড়া-মহল্লায় জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। পাশাপাশি আগামী ইউনিয়ন নির্বাচন থেকে সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ বলেন, দেশে এখন এক দলীয়ভাবে চলছে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দেয়া মানে চুরির স্বীকৃতি দেয়া নয়। আমরা দেশের এহেন পরিস্থিতিতে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তান থেকে পৃথক হয়েছে জানিয়ে বলেন, দেশের মানুষ এখনো কোন স্বাধীনতার সূফল পায়নি। এরশাদ সরকারের ৯ বছরে আমলে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকলেও পরবর্তী এবং পূর্ববতী সরকারের আমলে দেশের মানুষ তেমন একটা শান্তি পায়নি। তাই আমরা আগামিতে ক্ষমতায় গেলে এরশাদ সরকারের আমলে ফিরে যেতে চাই।
Leave a Reply