সিলেটের জকিগঞ্জ উপজেলা খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে পিতার বিরুদ্ধে নিজ মেয়ে (১৬)-কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) পুলিশ ধর্ষক পিতাকে গ্রেফতার করে জকিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এমন একটি লোমহর্ষক ঘটনায় পুরো জকিগঞ্জ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী ওই মেয়ে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। আনুমানিক ২৬ দিন পূর্বে তাদের মা মারা গেলে ছোট ছোট ভাই-বোনকে নিয়ে মেয়েটি একটি কক্ষে থাকে এবং তাদের বাবা অন্য একটি কক্ষে থাকেন। শনিবার (১ নভেম্বর) ভোর রাতে মেয়েটির বাবা তাকে ঘুম থেকে তুলে বাহিরে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলতে হুমকি ধমকি দিয়ে ছেড়ে দেয়। পরদিন মেয়েটি তার খালার বাড়িতে গিয়ে বিষয়টি খালাকে জানালে খালা তাদের বাড়িতে থাকার জন্য চলে আসেন। পরদিন রোববার (২ নভেম্বর) দুপুরে পুনরায় বাবা মেয়েকে খাবার দেয়ার বাহানা করে ডেকে নেয়ার চেষ্টা করলে বিষয়টি সে আশপাশের লোকজনকে জানিয়ে দেয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় জকিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে পুলিশ তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করে মেডিক্যাল চেকআপ করায়। পরে ভুক্তভোগী ওই মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে। জকিগঞ্জ থানার মামলা নং ৪, তারিখ-০২-১১-২০২৫ খ্রিস্টাব্দ। মামলা দায়েরের পর তাৎক্ষণিক পুলিশ ধর্ষক পিতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন- পুলিশ ঘটনাটি শোনার সাথে সাথে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং ধর্ষক পিতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
Leave a Reply