সিলেটে ইফতার মাহফিল করেছে হৃদয়ে জকিগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ সেন্ট্রাল কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হৃদয়ে জকিগঞ্জ-এর সভাপতি শাহিদুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ ইমদাদুল হক ইমরান।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর আক্তার হোসেন রাজু, শিক্ষক হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, দেশ টিভি’র সিলেট জেলা প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার এম.এ. ওয়াহিদ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হৃদয়ে জকিগঞ্জ-এর সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আহমেদ সাঈদ, সহ-সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক এইচ.এন. ইমরান, সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির আহমদ, আইন বিষয়ক সম্পাদক আহমদুল হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, অফিস সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন বাবু, অপু রহমান ও কামাল আহমদ,
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমদ বলেন, হৃদয়ে জকিগঞ্জ সময়ে সময়ে যে সকল সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা আমাদেরকে অভিভূত করেছে। ভবিষ্যতে তাদের প্রতি আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা।
Leave a Reply