একুশে নভেম্বর বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জকে রাষ্টীয় স্বীকৃতি প্রদানের দাবীতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাজ্য ভিত্তিক জকিগঞ্জীদের বৃহৎ সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে। সিলেটের সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের এই দাবী পূরণে সরব জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে। দ্রুত দাবী পূরণে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা।
রোববার (৫ জানুয়ারী) দুপুরে এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করতে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে আসেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। পরে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের পক্ষে সভাপতি শেরওয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন ও সহ সভাপতি মোঃ আব্দুল হালিম বক্তব্য রাখেন।
অপরদিকে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীরমুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে কামান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার বক্তব্য রাখেন।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাগণ বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জকে রাষ্টীয় স্বীকৃতির দাবীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে যথা নিয়মে দাবী আদায় না হলে আইনী প্রদক্ষেপ নেবেন বলেও জানান।
Leave a Reply