সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জ বাজার সংলগ্ন আলোচিত সেই রহিমপুর পাম্প হাউস পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বৃহস্পতিবার (৬ মার্চ) জকিগঞ্জ উপজেলায় একদিনের সরকারি সফরে এসে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাঁধায় ১০ বছর থেকে আটকে থাকা শতকোটি টাকার পাম্প হাউসটি পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, অনাবাদী জমি চাষাবাদ করতে এই পাম্প হাউসটি করা হয়েছিল। আন্তর্জাতিক আইনের গ্যাড়াকলে পড়ে পাম্প হাউসটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। আমি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখবো রহিমপুর পাম্প হাউস খোলার ব্যবস্থা করা যায় কিনা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ-এর সাথে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না ও পানি উন্নয়ন বোর্ডের জকিগঞ্জ শাখা কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বুধবার রাতে জকিগঞ্জ উপজেলায় আসেন এবং স্থানীয় রেষ্ট হাউসে রাত্রীযাপন করেন। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট আদালত ও জকিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
সকাল ১১ ঘটিকায় উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৌলুদুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া।
মতবিনিময়কালে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল খালেদ মহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শাব্বির আহমদ, উপজেলা দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সবুর, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিবুর রহমান, রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিটুন ও মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক জকিগঞ্জ পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরে তিনি শরীফগঞ্জ বাজার সংলগ্ন রহিমপুর পাম্প হাউস ও শাহগলী বাজার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
Leave a Reply