1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর-কনের গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত: শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক জকিগঞ্জে নদী ভাঙন রোধসহ ১৫ দফা দাবীতে ইউএনও বরাবর জনদাবী পরিষদের স্মারকলিপি প্রদান জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তা সংস্কারের অভাবে জনদূর্ভোগ জকিগঞ্জে কামালপুর গ্রামবাসীর ঈদপূর্ণমিলনী ও সংবর্ধনা জকিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এস.এম.পারভেজ-কে ঘোষনা করলেন এলাকাবাসী জকিগঞ্জে ছাত্র জমিয়তের কর্মী উৎসব ও তারবিয়াতি সভা সম্পন্ন জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন প্রতিরোধে ঐক্যবদ্ধ জকিগঞ্জবাসী জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামতে জনতার পাঁশে জামায়াতে ইসলামী

জকিগঞ্জের জামালপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর দাসের শীলা মূর্তি স্থাপন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত জামালপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর দাসের শীলা মূর্তির আনুষ্ঠানিক অভিষেক শেষে মন্দিরে স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জামালপুর প্রবাসী কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সার্বিক সহযোগিতায় ও এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী হলুদ কালারের শাড়ি পড়ে জামালপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে একত্রিত হয়ে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর দাসের শীলা মুর্তির অভিষেক করানোর জন্য সকল নারীরা এক সাথে কলসি মাথায় নিয়ে আশ্রম থেকে স্থানীয় জামালপুর দিঘীর দিকে রওয়ানা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সারিবদ্ধভাবে ১০৮ জন নারী দিঘিতে পৌঁছে তাদের গুরু দেবের নির্দেশনা অনুযায়ী দিঘী থেকে কলসি ভরে পানি তোলে মাথায় নিয়ে পূনরায় আশ্রমের দিকে রওয়ানা হন। এ সময় পুরো দিঘী জুড়ে এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়। সেখান থেকে গ্রামের নারীরা সারিবদ্ধভাবে পূনরায় জামালপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে একত্রিত হয়ে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর দাস, সন্ন্যাসী, বৈষ্ণব, ব্রজবাসী, ব্রহ্মচারী, বাক্যসিদ্ধ্যা মহারাজ জিউর শীলা মুর্তিতে জল ঢেলে অভিষেক করান এবং তাদের গুরু দেবের শীলা মূর্তিতে বিভিন্ন যজ্ঞ, নাম কির্তন ও উপাসনার মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করেন। গ্রামের নারী-পুরুষ সকলে মিলে তাদের গুরু দেবের শীলা মূর্তিকে মন্দিরে স্থাপিত করেন এব আচার-উপাসনায় পূজিত করেন। চমৎকার এ আনুষ্ঠান উপলক্ষে আয়োজকরা উপস্থিত সকলের জন্য ভোগের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শ্রী রাতুল বিশ্বাস, জামালপুর শ্রী শ্রী রাধা মোদন গোপাল আশ্রমের সভাপতি শ্রী শিতাংশু কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী পতেন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ শ্রী বাবুল বিশ্বাস, সহকারী কোষাধ্যক্ষ বিন্নজয় বিশ্বাস, হিন্দু কমিউনিটি নেতা মতিলাল বিশ্বাস, ডা. সুবাস বিশ্বাস ও মনিলাল বিশ্বাস প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট