জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী দো’আ মাহফিল-এর মাধ্যমে ২০২১/২২ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বা’দ জোহর মাদ্রাসা সংলগ্ন মসজিদে আরাফা বিনতে সালিমে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
দো’আ মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার নায়বে মুহতামীম হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানী।
আলোচনায় অংশ নেন জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দীর সহকারী শায়খুল হাদীস মাওলানা রায়হান উদ্দিন, জকিগঞ্জের জামিয়া ইসলামীয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামীম শায়খ মাওলানা আব্দুল মুসাব্বির আইওরী।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দীর শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসী।
পরে জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার মুহতামীম ও শায়খুল হাদীস আল্লামা শায়খ মাওলানা মুক্বাদ্দাস আলী (দাঃ বাঃ) দু’আ পরিচালনা করেন।
Leave a Reply