1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মানববন্ধনে বিএনপি নেতা মামুনের কঠোর হুশিয়ারি: সরকারের টনক না নড়লে এলজিইডি ভবন ঘেরাও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে হাইকোর্টের নির্দেশনা জকিগঞ্জে বিয়ের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত জকিগঞ্জের গৃহবধু লাকি বেগমের ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার আইন শৃঙ্খলা উন্নয়নে জকিগঞ্জ থানা পুলিশের সাথে বৃহত্তর চারিগ্রাম এলাকাবাসীর মতবিনিময় ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত জকিগঞ্জে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ীদের নাম ঘোষণা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড (বাছাই পর্ব) বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলার ২৫টি হাফিজি মাদ্রাসা থেকে ৯৪ জন শিক্ষার্থী প্রথম রাউন্ডে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছে। তন্মধ্যে (ক) গ্রুপ (১৫ পারা মুখস্ত) পরিক্ষায় বিজয়ীরা হলেন যথাক্রমে- দারুল হুফ্ফাজ নুরানী মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জীবন, দারুল আযকার কলাকুটার শিক্ষার্থী শফিকুর রহমান সাদিক ও জুনায়েদ মালিক জুনেদ, শাহবাগ জামিয়া মাদানিয়া’র ছাত্র মোহাম্মাদ আলী, মাদ্রাসাতুল মদিনা বালাউটের ছাত্র রেদওয়ান হোসাইন, ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসার ছাত্র রুহুল আমীন, দারুল আযকার কলাকুটার ছাত্র মাজহারুল ইসলাম, হযরত শাহ্ শাহাবুদ্দীন (র.) মাদ্রাসার ছাত্র রাকিব রাজা, ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসার ছাত্র রেদওয়ান আহমদ, বালাউট দারুল কুরআন মাদ্রাসার ছাত্র নাঈম হোসেন, সৈয়দ জালাল (র) শাহগলী বাজার মাদ্রাসার ছাত্র তাহসান আহমদ, লতিফিয়া এতিমখানা’ ফুলতলী’র ছাত্র তাওহিদুল ইসলাম, মাদ্রাসাতুল মদিনা বালাউটের ছাত্র হুসাম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এছাড়া (খ) গ্রুপ (৩০পারা মুখস্থ) পরিক্ষায় বিজয়ীরা হলেন যথাক্রমে-আল কুরআন মেমোরাইজিং সেন্টার-এর ছাত্র গোলাম সবুর, জামিয়া হোসাইনিয়া গফ্ফার নগর-এর ছাত্র মুক্তাদির আহমদ মুজম্মিল, শাহবাগ জামিয়া মাদানিয়া’র ছাত্র কেফায়াতুল কিবরিয়া, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দি’র ছাত্র জুবায়ের আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলী-এর ছাত্র মোহাম্মদ আব্দুল আজিম, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দি’র ছাত্র মিনহাজুল ইসলাম, দারুল আযকার কলাকুটার ছাত্র আবু সালমান উসামা, জামিয়া ইসলামিয়া কালিগঞ্জ-এর ছাত্র সালমান আহমদ, ফয়েজে আম মুন্সিবাজার-এর ছাত্র আদনান বিন জামাল, মাদ্রাসাতুল মদিনা বালাউটের ছাত্র আশরাফুল আলম, উত্তরকুল মোশাহিদিয়া মাদ্রাসার ছাত্র মোস্তফা মাহমুদ, দারুল আযকার কলাকুটার ছাত্র মো: মৌছুফ আহমদ, দারুল আজহার দরগাবাহারপুর-এর ছাত্র মো: ছানাউল্লাহ্, মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী লুছনাত জাহান, বালাউট দারুল কুরআন মাদ্রাসার ছাত্র আহমদ আল শাহানকে বিজয়ী ঘোষাণা করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব আগামি শনিবার একই স্থানে অনুষ্ঠিত হবে। কুরআন শরীফের প্রথম পারা থেকে পনেরো পারা পর্যন্ত ‘ক’ গ্রুপের বিজয়ীদের প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৭ হাজার টাকা, ৫ম পুরস্কার ৫ হাজার টাকা। ‘খ’ গ্রুপে পুরো কুরআন শরীফ থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য থাকছে প্রথম পুরস্কার নগদ ৩০ হাজার টাকা, ২য় পুরস্কার ২০ হাজার টাকা, ৩য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ১০হাজার টাকা, ৫ম পুরস্কার ৭ হাজার টাকা দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
জকিগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আব্দুল বাছিতের নিজস্ব অর্থায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট