1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ জকিগঞ্জে জানাজার শৃঙ্খলার নিয়ে ওসি’র সাথে সৃষ্ট জটিলতার নিরসন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: জানাজা বিকাল সাড়ে ৪টা সিলেট ‘শান্তিবাগ সোসাইটি’র নতুন কার্যকরী কমিটি গঠন জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ ফজর সিলেটের জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তা’লিম ও তরবিয়াত প্রদান করেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে পূর্বের দিন থেকে আসতে থাকেন আল্লামা বালাউটী (রহ.)-এর মুরিদীন-মুহিব্বীগণ। প্রখ্যাত এ ওলীর রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তাঁর মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য ভক্ত-আশিক দফায় দফায় মোনাজাত করেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব করেন এবং জিকির-আযকার পরিচালনা ও নসিহত প্রদান করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন হয় মাহফিল উপলক্ষে। সকাল ৮ টা থেকে চলে আনুষ্ঠানিক কার্যক্রম। দেশ ও বিদেশ থেকে আসা বুযুর্গ, পীর-মাশায়িখ, উলামায়ে কেরামগণের ধারাবাহিক বক্তব্য-নসিহত বৃহস্পতিবার ফজর পর্যন্ত অব্যাহত থাকে। শৃঙ্খলার দায়িত্ব পালন করেন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক।
মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন- ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা’র সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, দারুসসুন্নাহ লতিফিয়া মাদরাসা আমেরিকা’র প্রতিষ্ঠাতা শায়েখ হাফিজ মাওলানা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো: হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মাওলানা মোফাজ্জল হোসেন, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মাওলামা মুজাম্মেল হক্ক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান, মাওলানা আমির হামজা ছালিম প্রমূখ।
মাহফিলে বক্তাগণ বলেন, বালাউটি ছাহেব রহ. ইহকাল থেকে চলে গেছেন; কিন্তু মনে হচ্ছে তিনি আমাদের মাঝে, আমাদের স্মৃতিতে সবসময় সর্বক্ষেত্রে বিরাজমান। তাঁর নূরানী ফয়েজ আমাদের উপর জারী আছে। তিনি সারা জীবন সবার সাথে যে মায়া-মমতার ব্যবহার করে গেছেন, ইলমে দ্বীন ও মারিফতের খিদমত করেছেন তা কখনো বিস্মৃত হওয়ার নয়। সবার অন্তরের অন্তস্তলে তিনি অম্লান-অক্ষয় হয়ে থাকবেন। তিনি সারা জীবন পরিশ্রম করে যত খিদমত রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত দায়িম ও কায়িম থাকবে আমাদের বিশ্বাস।
মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) প্রতিষ্ঠিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ থেকে হিফয সম্পন্নকারী ৮ জন কোরআনে হাফিজকে পাগড়ি প্রদান করা হয় এবং ‘আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস’ এর উদ্যোগে বিতরণ করা হয় শীতের কম্বল।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’র পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো: আব্দুল আলীম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, কানাইঘাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মাওলানা শাহ মিনহাজুর রহমান বালাউটি, জহুর চানবিবি মহিলা কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট ‘মঞ্জুরী কমিটি’র সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, সিলেট জেলা বিএনপি নেতা ময়নুল আহমদ চৌধুরী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, মানিককোনা সুন্নিয়া দাখিল মাদরাসা’র সুপার মাওলানা মো. আব্দুশ শাকুর, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আফজাল হোসাইন, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, সুলতানপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান রিয়াজ আহমদ, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা মো. কামাল হোসেন মাথিউরী, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমদ, হাফিয মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ।
মাহফিলে কুরআন থেকে তিলাওয়াত করেন- ক্বারী মাওলানা মারুফ আহমদ, হাফিজ আব্দুছ ছবুর, হাফিজ হুসাইন আহমদ, হামদ-নাত, ইসলামী সংগীত ও মর্সিয়া পরিবেশন করেন, রিসালাহ এর প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিচালক শামসুল হাসনাত, সদস্য আহমদুল হক, ফজল মাহমুদ, রিয়াদুল ইসলাম চৌধুরী, মঈনুল আহমদ, মামুনুর রহমান, মস্তফা আহমদ ও মিনহাজুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট