জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ এলাকায় কুপিয়ে জুবের আহমদ (২২) নামের এক যুবককে খু-ন করেছে চাচাতো ভাই।
নিহত জুবের আহমদ স্থানীয় আমলশীদ গ্রামের জাকির হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো।
শনিবার রাত ৮ ঘটিকার দিকে আমলশীদ এলাকার দিঘিরপার জামে মসজিদের পাশেই এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
এ সময় খুনের সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন (২৫) নামের নিহতের চাচাতো ভাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
আটক দেলোয়ার হোসেন আমলশীদ গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জাকির হোসেনের বোনের সাথে ঘাতক দেলোয়ার হোসেন অনৈতিক সম্পর্ক করতে চাইলে সে বাঁধা দেয়। এনিয়ে তাদের উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জাকির খুন হয়েছেন বলে ধারণা এলাকাবাসীর।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এলাকাবাসীর সহযোগিতায় খুনের সাথে জড়িত সন্দেহে দেলোয়ার নামের একজনকে আটক করেছি। কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা আটক দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পর্যন্ত কেন এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না।
অপরদিকে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে সন্দিগ্ধ আসামি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, লাশের শরীরের ঘাড়ে, মাথায়, হাতেসহ বিভিন্নস্থানে কুপানো রয়েছে। তবে কেন ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply