1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ২৯শ ২৪ জন: জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন কারবালা আমাদের সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : মারুফ আহমদ আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে—মুফতি আবুল হাসান জকিগঞ্জের ‘চুন্নু’ ইয়াবাসহ ময়মানসিংহে আটক জকিগঞ্জে প্রশাসনের সিল ব্যবহার করে চাঁদা উত্তোলনের অভিযোগ ট্রাক শ্রমিক সমিতি’র বিরুদ্ধে জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন নতুন আঙ্গিকে “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ”-এর যাত্রা শুরু আমার কিছু কথা ও কিছু প্রত্যাশা জকিগঞ্জী চাচার খোলা চিঠি- নতুন অঙ্গিকে জকিগঞ্জ সংবাদ-এর যাত্রা শুরু জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

জকিগঞ্জে চাচাতো ভাইয়ের বাঁধায় বিদ্যুৎ পাচ্ছেনা একটি দরিদ্র পরিবার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার মাজবন গ্রামে চাচাতো ভাইয়ের বাঁধার কারণে বিদ্যুৎ পাচ্ছে না একটি পরিবার। ওই পরিবারের চারদিকের বাড়িঘর সন্ধ্যার পরে বিদ্যুতের আলোয় ঝলমল করলেও চাচাতো ভাইয়ের বাঁধায় আজও পর্যন্ত বিদ্যুতের আলোর মুখ দেখেননি ওই গ্রামের সিএনজি চালক শামীম আহমদ ও তার পরিবার। ফলে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পরিবারটি।
ভুক্তভোগীর দাবি, বিদ্যুতের জন্য আবেদন করলেও প্রতিবেশীর বাঁধায় এখনও সংযোগ মিলেনি ঘরে। আর সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল শাখা বলছে, শামীম আহমদ-এর পাঁশের ঘরের তার চাচাতো ভাইয়ের বাঁধার কারণে সংযোগ দিতে পারছে না তারা।
জানা যায়, এ অঞ্চলে প্রায় সাত-আট বছর আগে বিদ্যুতায়িত হয়। ওই সময় টিকাদারের লোকজনদেরকে শামীম আহমদের ঘরে মিটারের সার্ভিস স্টপ দিতে বাঁধা প্রদান করে তার চাচাতো ভাই ইয়াসিন আলী ও তার স্ত্রী।
ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা জানায়, গত ৯ মাস আগে শামীম আহমদ মিটার সংযোগের জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল অফিসে একটি মিটারের আবেদন করে। বিদ্যুৎ অফিসের সকল কার্যক্রম শেষে কর্মরত লাইনম্যান আব্দুল আজিজ মিটার সংযোগের জন্য বাড়িতে গেলে চাচাতো ভাইয়ের স্ত্রী মিটার সংযোগে বাঁধা প্রদান করে।
বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার বৈঠক হলে ইয়াসিন আলী ও তার স্ত্রীকে মানাতে পারেননি। পল্লী বিদ্যুতের লোকজন এলেই তারা এসে বাঁধা সৃষ্টি করে। পিলার স্থাপন করেও কেন বিদ্যুতের লাইন ও সংযোগ পাচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অবশেষে গত বছরের ২৭ অক্টোবর সহজ-সরল সিএনজি চালক শামীম আহমেদের স্ত্রী বিদ্যুৎ পেতে সহায়তার চেয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত কোন আবেদনের সদুত্তর না পেয়ে পরিবারটি চরম হতাশায় ভূগছে। শামীম আহমদ বলেন, আমি হয়তো কোনদিন বিদ্যুৎ পাব না, তবে প্রধানমন্ত্রী একটি পরিবারকেও বিদ্যুতের বাইরে রাখতে চাননি। ষড়যন্ত্রের কারণে কোন সহযোগিতার না পেয়ে বিদ্যুৎ বঞ্চিত পরিবার হিসেবে একমাত্র আমি রয়েছি।
এদিকে জোনাল অফিস কর্তৃপক্ষ বলছে, এটা পল্লী বিদ্যুতের সমস্যা না। শামীম আহমদের চাচাতো ভাই ইয়াসিন আলীর পরিবারের সাথে ঝামেলা। বিষয়টি মীমাংসা হলেই আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারব। এবং ইয়াসিন আলীর স্ত্রী শামীম আহমদকে তার চালের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য একটি লিখিত জকিগঞ্জ জোনাল অফিসে দায়ের করেছেন। ওই খুঁটি থেকে আশপাশের আরো কয়েকটি পরিবারে বিদ্যুৎ সংযোগ রয়েছে বলেও জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে কল দিলে রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট