1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ২৯শ ২৪ জন: জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন কারবালা আমাদের সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : মারুফ আহমদ আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে—মুফতি আবুল হাসান জকিগঞ্জের ‘চুন্নু’ ইয়াবাসহ ময়মানসিংহে আটক জকিগঞ্জে প্রশাসনের সিল ব্যবহার করে চাঁদা উত্তোলনের অভিযোগ ট্রাক শ্রমিক সমিতি’র বিরুদ্ধে জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন নতুন আঙ্গিকে “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ”-এর যাত্রা শুরু আমার কিছু কথা ও কিছু প্রত্যাশা জকিগঞ্জী চাচার খোলা চিঠি- নতুন অঙ্গিকে জকিগঞ্জ সংবাদ-এর যাত্রা শুরু জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

জকিগঞ্জে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ-এর দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২৯ জানুয়ারী) দুপুরে চৌধুরী বাজার সংলগ্ন মাঠে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ-এর সভাপতি ময়জুল হক তালুকদার-এর সভাপতিত্বে ও কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারী’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ শাকির আহমদ ও নাতে রাসুল (স.) পরিবেশন করেন মোঃ সাইদুর রহমান।
কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য শিক্ষক মোঃ ইউনুছ আলীর স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী, বিয়ানীবাজার মুরাদগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক কাসিমী ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।
এলাকাবাসী ও পরিষদের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ (ফুরুক মেম্বার), শিক্ষক আব্দুল হালিম, সিদ্দিকুর রহমান, পরিষদের উপদেষ্টা প্রবাসী এস.এম. এবাদুর রহমান, পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবাসী মাসুদ আহমদ ফুরুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রবাসী রুহুল আমীন রুমেল।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন তানহা শাব্বীর চৌধুরী ও সাঈদুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর একাধিক বারের চেয়ারম্যান জহুরুল হক খসরু, বিশিষ্ট আলেমে দ্বীন ও সালিশী ব্যক্তিত্ব মৌলানা আব্দুর রহিম কামালী, চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর সাবেক সভাপতি রশীদ আহমদ হানিফ সহ অনেকেই।
অনুষ্ঠান শেষে এলাকার আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার গুণীজনদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট