জকিগঞ্জে টমটম-মোটরসাইকেল ও ঠেলাগাড়ির ত্রিমুখী সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (১৭) ও সাফি আহমদ (১৮) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (২৪ জানুয়ারী) রাত ১০ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা বাংলাবাড়ি’র পাঁশে ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে গাছপালার ডাল আনতে যান। রাত ১০ টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেলের সাথে টমটম ও টেলাগাড়ি’র ত্রিমুখী সংঘর্ষ হলে তিনিসহ মোটরসাইকেল আরোহী দুই যুবক ও টমটম চালক আহত হন।
আহতরা হলেন সোনাসার এলাকার মাওলানা মিজানুর রহমানের ছেলে আব্দুর রহিম (১৮) ও হাসিতলা গ্রামের মাসুক আহমদের ছেলে সাফি আহমদ (১৯) ও টমটম চালক তাজ উদ্দিন (২০)। তন্মধ্যে মোটরসাইকেল চালক দুই যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে নাসির আহমদ মারা যান। ওপরদিকে মোটর সাইকেল আরোহী দুই যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে নিয়েও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আহত আব্দুর রহিমের মা জানান।
এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply