জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলা সহ মোট ৮টি মামলার আসামী ইসমাইল (৪৭) কে আটক করেছে। আটক ইসমাইল জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৯শে মার্চ) বিকেলে উপজেলার চৌধুরী বাজারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক ইসমাইল-এর বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, ২টি নারী ধর্ষণ মামলা, ১টি প্রতারণা মামলা ও ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
এদিকে আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা জকিগঞ্জকে মাদক, জোয়া ও চোর-ডাকাত মুক্ত করতে চাই। এক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসী সকলের নিকট সহযোগীতা কামনা করেন।
Leave a Reply