1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবী করলেন মামুনুর রশীদ চৌধুরী ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ ও কানাইঘাটে সাড়া জাগিয়েছে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার জকিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন জকিগঞ্জে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন হাছনা খানম জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না’র মতবিনিময় জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ

জকিগঞ্জে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর হাড়িকান্দী এলাকায় আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আশপাশের বেশ কয়েকটি ভুষিমালের দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে হাড়িকান্দী মাদ্রাসার গেইটের পাশে অবস্থিত ব্যবসায়ী সালেহ আহমদের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে পথচারীরা সালেহ আহমদের তুলার গুদামে হঠাৎ আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তুলাসহ পুরো গুদামঘর। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি কেউ সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও মালিক পক্ষ ও তুলার মালিক এটি পরিকল্পিত আগ্নিকান্ডের ঘটনা বলে জকিগঞ্জ এস,টিভিকে জানান।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের ছেলে নজরুল ইসলাম আগুন কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছেন দাবী করে বলেন, আমরা প্রায় ১২/১৩ লক্ষ টাকা দিয়ে এই মার্কেট করেছি। আগুনে পুড়ে পুরো মার্কেট এখন অকার্যকর হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত লেপ তোশক ব্যবসায়ী সালেহ আহমদ বলেন, আমার গুদাম ঘরে বিদ্যুৎ সংযোগ ছিলনা। সে কারণে নিঃসন্দেহে বলতে পারি এখানেই কেউ হিংসাত্মকভাবে আগুন লাগিয়েছে। আমি প্রায় পাঁচ লক্ষ টাকার তুলা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি একজন গরীব ও অসহায় মানুষ। আমি ঢাকা থেকে বাকিতে তুলা এনে লেপ তোশক তৈরি করে জীবিকা নির্বাহ করে ঋণ পরিশোধ করি। আমি এ ক্ষতি কোনভাবেই পুষিয়ে উঠা সম্ভব নয়।
এ প্রসঙ্গে ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য কফিলুজ্জামান কফিল বলেন, আমরা মাইকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত না আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
পার্শ্ববর্তী ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন বলেন, আমাকে স্থানীয় একজন ফোন করে আগুন লাগার ঘটনা জানালে তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মুহিত মিয়া বলেন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খবর পেয়ে দ্রুত আমাদের ঘটনাস্থলে পাঠান। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা গোলাম আজম বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। দু’টি গাড়িতে করে ৪ টি নলে আমরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট