বাংলাদেশ কৃষকলীগের গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা কৃষকলীগ।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন।
বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা কৃষকলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মুহসিন আহমদ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়র আহমদ খান, প্রচার সম্পাদক আফজাল হোসেন খান, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ কালা, গ্যাস ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালিক, বারহাল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজী মোঃ আব্দুল কাদির, কাজলসার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাজী এনাম আহমদ, খলাছড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ আব্দুল্লাহ, বারঠাকুরী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলতাফুর রহমান, মানিকপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, খলাছড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন ও বারঠাকুরী ইউনিয় কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমূখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে উপজেলা ও পৌর শাখা কৃষক নেতৃবৃন্দ এক আনন্দ র্যালীর আয়োজন করে। র্যালীটি জকিগঞ্জ ডাক বাংলা থেকে শুরু হয়ে জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এসে শেষ হয়।
আনন্দ র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা কৃষকলীগ নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply