সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান উল্টে ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭ ঘটিকার সময় সিলেট-জকিগঞ্জ সড়কের গঙ্গাজল বাজারের পাঁশে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নজরুল ইসলাম (৪০) একটি বিশাল আকৃতির গাছের সাথে চাঁপা পড়ে প্রায় দুই ঘন্টা আটকা ছিলেন। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘন্টার প্রচেষ্টায় চালককে জীবিত উদ্ধার করা হয়। ভয়ংকর এই দূর্ঘটনা থেকে অলৌকিকভাবে চালক বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জকিগঞ্জ সংবাদকে জানিয়েছেন।
জানা যায়, চালক নজরুল ইসলাম নওগাঁ জেলার পোরশা উপজেলার বাসিন্দা। তিনি শাহ সিমেন্ট কোম্পানির একজন গাড়ি চালক। ঢাকা মুন্সীগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ে সিলেটের জকিগঞ্জ আসার পথে এ দূর্ঘটনার শিকার হন।
গঙ্গাজল ডাকঘরের দায়িত্বে থাকা মোঃ নুর উদ্দিন জানান, দূর্ঘটনার পর গাছের সাথে চাঁপা পড়া চালককে উদ্ধারে দুই ঘন্টা প্রচেষ্টা চালায় এলাকাবাসীসহ ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় হয়।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম.আব্দুল আহাদ বলেন, চালক নজরুল ইসলাম কোমরে মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়াও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply