পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বিশাল র্যালী ও সমাবেশ করেছে জকিগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন।
সোমবার (১লা মে) দুপুরে জকিগঞ্জ শহরের পূরাতন কোর্ট মসজিদ এলাকা থেকে র্যালী বের হয়ে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ. হক চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুস সামাদ তাপাদারের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি দেলওয়ার লস্করের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি আহসান মোহাম্মদ সুহেল, সহ সেক্রেটারি মাহমুদুল হাসান, পরিবহন শ্রমিক নেতা ইলিয়াছ আলী, নির্মাণ শ্রমিক নেতা আবু সাঈদ ও পরিবহন শ্রমিক নেতা খলিলুর রহমান প্রমূখ।
এছাড়াও র্যালী ও সমাবেশে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি আব্দুস সামাদ তাপাদার বলেন, ২০০৬ সালের শ্রম আইন বাস্তবায়ন করতে হবে এবং বিভিন্ন কারখানার শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে।
সমাবেশে শ্রমিক নেতা আবুল কালাম আজাদ বলেন, ১৮৮৯ সালে আমেরিকার হে মার্কেটের সামনে নৃশংস হত্যাকান্ডের করুন ইতিহাসের বিনিময়ে পাওয়া শ্রমিক দিবসের বাস্তবায়ন আজও হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারকে উদ্যোগী হতে হবে।
Leave a Reply