1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে জকিগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন লেখক, সাংবাদিক ও শিক্ষক মোঃ ইউনুছ আলী রচিত ‘সফল মানুষের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন আলাপকালে জান্নাতুল ফেরদৌস মুন্নি: আমি আমার বাবা হত্যার বিচার চাই নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন

জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় সভা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন।
সভায় বক্তারা বলেন, ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় সেদিকে যথেষ্ট গুরুত্ব রাখতে হবে। ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে। এবং উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন এবং কোন ধরনের সমস্যা হলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান, কোন দালালের শরণাপন্ন না হওয়ার জন্য বিশেষ ভাবে জনগনের প্রতি অনুরোধ জানানো হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন বলেন, ‘ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের কেউ যেন ভোটার হতে বাদ না পড়ে সে বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। যাচাই বাছাই শেষে ২৭ ফ্রেব্রুয়ারী থেকে ১৮ মার্চ পর্যন্ত ১০টি নিবন্ধ কেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রত্যেক ভোটারকে খসড়া কপি যাচাইবাচাই পূর্বক সঠিক আছে কিনা তা দেখে স্বাক্ষর করতে অনুরোধ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন। এছাড়াও যারা ইতিপূর্বে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও যথাযথ তথ্য প্রদানের আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট