1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ জকিগঞ্জে জানাজার শৃঙ্খলার নিয়ে ওসি’র সাথে সৃষ্ট জটিলতার নিরসন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: জানাজা বিকাল সাড়ে ৪টা সিলেট ‘শান্তিবাগ সোসাইটি’র নতুন কার্যকরী কমিটি গঠন জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

জকিগঞ্জে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন হাছনা খানম

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন মোছাঃ হাছনা খানম। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর (বড় মহল্লা) গ্রামের মরহুম আলহাজ্ব তুতিউর রহমানের স্ত্রী মোছাঃ হাছনা খানম। তাঁর ৬ সন্তানের মধ্যে ৫ সন্তান উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

শুধুমাত্র প্রথম ছেলে মোঃ মাহবুব রশিদ এসএসসি পর্যন্ত পড়ালেখা করে প্রবাসে চলে যান এবং ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। বাকি সকলেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

দ্বিতীয় ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এড. ডিগ্রী অর্জন করে বর্তমানে কানাইঘাট উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

তৃতীয় ছেলে মোঃ হারুন রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ও লন্ডন ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে মাস্টার ডিগ্রী অর্জন করেন। তিনি বেশ কিছুদিন জকিগঞ্জের জিএমসি একাডেমি স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করে প্রবাসে চলে যান। প্রবাসে গিয়েও তিনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে এডুকেশন ফর জকিগঞ্জ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

চতুর্থ ছেলে হাফিজ মাওলানা আবুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে সম্মান সহ এম.এ. ও কামিল কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে যুক্তরাজ্যে কর্মরত আছেন।

পঞ্চম ছেলে মোঃ আবুল হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ এম.এ. ডিগ্রী অর্জন করে বর্তমানে রূপালী ব্যাংক সিলেট জোনাল অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও হাছনা খানমের একমাত্র মেয়ে মাছুমা সিদ্দিকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ এম.এ. ডিগ্রী অর্জন করে বর্তমানে স্বামী মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে বসবাস করছেন।

জানা যায়, জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোছাঃ হাছনা খানমের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা তাসলিম মিতু। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সম্মাননাপ্রাপ্ত নারীদের পরিবারের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট