জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত টমটম গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে। নিহত স্কুল ছাত্র কসকনকপুর ইউনিয়নের হানিগ্রামের বাবুল আহমদের ছেলে রাফি আহমদ (৭)। সে স্থানীয় হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামি একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। ঘটনাটি রোববার দুপুরের দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের হানিগ্রাম এলাকায় ঘটে।
কসকনকপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্র রাফি ক্লাস শেষে বাড়ি ফেরার পথে টমটম গাড়ির ধাক্কায় আহত হয়। পরে দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়টি নিয়ে নিহত শিশুর পরিবারের লোকজনের সাথে আলাপ চলছে। হয়তো স্থানীয়ভাবে সমাধান হতে পারে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, নিহত স্কুল ছাত্রের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply