1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মানববন্ধনে বিএনপি নেতা মামুনের কঠোর হুশিয়ারি: সরকারের টনক না নড়লে এলজিইডি ভবন ঘেরাও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে হাইকোর্টের নির্দেশনা জকিগঞ্জে বিয়ের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত জকিগঞ্জের গৃহবধু লাকি বেগমের ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার আইন শৃঙ্খলা উন্নয়নে জকিগঞ্জ থানা পুলিশের সাথে বৃহত্তর চারিগ্রাম এলাকাবাসীর মতবিনিময় ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত জকিগঞ্জে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

জকিগঞ্জ থানার ওসি’র মধ্যস্থতায় একই স্থানে দু’পক্ষের সম্মেলন নিয়ে উত্তেজনার নিরসন

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর মধ্যস্থতায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের কাছাকাছি স্থানে দু’পক্ষের সম্মেলন নিয়ে উত্তেজনার নিরসন হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাতে জকিগঞ্জ থানায় উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টির নিষ্পত্তি করে দেন থানার ওসি। তিনি আয়োজকদের সাথে আলোচনাক্রমে সমঝোতার ভিত্তিতে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসীরুল কুরআন মহা সম্মেলন নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে এবং মোহনা ফাউন্ডেশন, সিলেট-এর সাংস্কৃতিক সম্মেলন নির্ধারিত দিনে জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা মাওলানা হুমায়ুন কবীর লস্কর কয়েছ।
জানা যায়, আগামী ২৯শে জানুয়ারী, রোজ-রোববার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার সংলগ্ন পূর্ব মাঠে একই সময়ে মোহনা ফাউন্ডেশন, সিলেট ও উলামা মাশায়েখ পরিষদ পৃথক দু’টি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিরসনে স্থানীয়ভাবে উভয়পক্ষকে নিয়ে দফায় দফায় বৈঠক করা হলেও কেউ কাউকেই ছাড় দেয়নি। দু’টি পক্ষই নিজ নিজ সম্মেলন বাস্তবায়নে অনড় থাকায় এলাকায় চরম আকারে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেন উভয়পক্ষকে নিয়ে থানায় বসে নিজের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে দেন। বৈঠকে মোহনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মাওলানা রায়হান উদ্দিন ও উলামা মাশায়েখ পরিষদ-এর সভাপতি মাওলানা হুসাইন আহমদ উপস্থিত ছিলেন।
এদিকে বিষয়টির সমঝোতা হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে ওসি’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন স্যারের সার্বিক দিক নির্দেশনা ও ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান সাহেবের সহযোগিতায় আমার মধ্যস্থতায় বিষয়টির নিরসন হয়েছে। আলোচনাক্রমে উলামা মাশায়েখ পরিষদ নিজেদের তাফসীরুল কুরআন মহা সম্মেলন ওইদিন কালিগঞ্জে করবে এবং মোহনা ফাউন্ডেশন-এর সাংস্কৃতিক সম্মেলন ওইদিন জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট