1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ মুক্ত দিবস আজ ধানের শীষ প্রতীক না দিলে আত্মহত্যার হুমকি বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলীর! ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার: তরুণ প্রজন্মকে ইসলামী অনুশাসনে উদ্বুদ্ধ করতে হবে জকিগঞ্জের গোলাম রাব্বানী শাবিপ্রবির প্রভাষক হিসাবে যোগদান জকিগঞ্জের প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর নতুন কমিটি গঠিত জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি: রিমান্ডে দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তিন ডাকাত বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল : এক মহৎ গল্পের প্রয়াস-মুহাম্মদ মামুনুর রশীদ

জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো বাবা-মা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু মাহিন আহমদ ফিরে পেলো তার বাবা ও মাকে।
জানা যায়, জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম বিলেরবন্দ গ্রামের বাস চালক কবির আহমদ-এর ছেলে মাহিন আহমদ (১৫) গত ১৫ জানুয়ারী সকাল ৯টায় নিজ এলাকা থেকে হারিয়ে যায়। এরপর শিশু মাহিনের পরিবার দীর্ঘ ৫ দিন অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ২০ জানুয়ারী শিশু মাহিনের মা বিউটি আক্তার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। জকিগঞ্জ থানার জিডি নং ৮৪৯, তারিখ: ২০/০১/২০২২ খ্রিস্টাব্দ। এই সূত্র ধরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধারে এর জন্য এসআই সামসুল হক সুমনকে দায়িত্ব প্রদান করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ উক্তিকে সামনে রেখে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে ও জকিগঞ্জ সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন-এর তত্ত্বাবধানে এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক দিক নির্দেশনায় শিশু মাহিনকে উদ্ধারে টিম জকিগঞ্জ-এর পুলিশ তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মাধ্যমে শিশুকে খোঁজতে শুরু করে। বিভিন্ন সময় এক ঘটনার উপর আরেক ঘটনা চাঁপা পড়তে দেখা গেলেও জিডি দায়ের ৪৮ ঘন্টার ভিতরে শিশু মাহিনকে জকিগঞ্জ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা’র গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা’র অন্তর্গত জয়নাল আবেদীন রোডের সোহেল ভবনের একটি বাসা থেকে গত ২২ জানুয়ারী জকিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে চমক সৃষ্টি করেছে। জকিগঞ্জ থানা পুলিশ অতিদ্রুত সময়ে শিশু মাহিনকে উদ্ধার করে ভালো কাজের মাধ্যমে পুলিশ মানবিকতার উজ্জল উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করেন জকিগঞ্জের সচেতন মহল।
অপরদিকে পুলিশের মাধ্যমে শিশুটির বাবা কবির আহমদ ও মা বিউটি আক্তার খবর পেয়ে ২২ জানুয়ারী জকিগঞ্জ থানায় উপস্থিত হয়ে তাদের শিশু সন্তান মাহিনকে সনাক্ত করেন। পরে পুলিশ উদ্ধারকৃত শিশু মাহিনকে বাবা-মা’র নিকট তুলে দেন। শিশু মাহিন আহমদ তার বাবা-মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অপরদিকে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন শিশুটির পরিবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট