মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জকিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার (৩রা মার্চ) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে তেলাওয়াত করেন জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সানী ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ আলী।
জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আহমদ-এর যৌথ উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর, রাজনীতিবীদ ও সমাজসেবী হাজী সামছ উদ্দিন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ সিরাজ উদ্দিন ও জকিগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতনা। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ ছিল বাঙ্গালীর মুক্তির পথ।বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ ও সংগ্রাম করে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে স্বাধীন করেছিলেন বীরমুক্তিযোদ্ধারা। তাদের অবদান জাতি চিরদিন স্বরণ করবে।
আলোচনা সভায় সকল বক্তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
এ সময় জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী সহ রাজনীতিবীদ, সমাজসেবী, বীরমুক্তিযোদ্ধা ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে একই মঞ্চে জকিগঞ্জ পৌরসভার উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply