সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ ৬টি ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বিশ্বনাথ থানা পুলিশের এক অভিযানে সুজন আহমদ সেবুল (৩৪)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার সুজন আহমদ সেবুল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাসন খান ওরফে হুসন খার ছেলে। গ্রেপ্তারের পরদিন রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের এসআই সাইফুল মোল্লাহ, এসআই গাজী মোয়জ্জেম হোসেন ও এএসআই রেদওয়ান আহমদ।
Leave a Reply