1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবী করলেন মামুনুর রশীদ চৌধুরী ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ ও কানাইঘাটে সাড়া জাগিয়েছে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার জকিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন জকিগঞ্জে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন হাছনা খানম জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না’র মতবিনিময় জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর নিকট জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির দাবী উত্থাপন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি’র নিকট জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির দাবী উত্থাপন করেছে সেন্টার ফর এনআরবি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সেন্টার ফর এনআরবি’র ৭ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর নিজ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়।
এ সময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম.এস.সেকিল চৌধুরী সাথে প্রতিনিধি দলে ছিলেন লন্ডন ক্রয়ডন বারা’র মেয়র জকিগঞ্জের কৃতি সন্তান শেরওয়ান চৌধুরী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, শোয়েব চৌধুরী, মাহবুব আনাম, ইঞ্জিনিয়ার রাজ্জাক ও এবিএম মোস্তাক ।
মন্ত্রীর সাথে আলোচনাকালে প্রতিনিধিদলের সদস্যরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ রাখা পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরী বলে উল্লেখ করেন। এ ব্যাপারে দেশের অভ্যন্তরে ২১শে নভেম্বর ১৯৭১ সালে জকিগঞ্জ প্রথম হানাদার মুক্ত হয় বলে মন্ত্রীকে জানান। এদিক বিবেচনায় প্রথম মুক্তাঞ্চল বিষয়ে জকিগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি রেকর্ড করে রাখার ব্যাপারে অনুরোধ করে লিখিত আকারে জকিগঞ্জের এই দাবি মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
প্রতিনিধি দলের বক্তব্যের জবাবে মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে রাখার প্রয়াস চলমান রয়েছে। অনেক তথ্য এখনো রেকর্ডভুক্ত হয় নাই । জকিগঞ্জবাসীর প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবীর বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি এই প্রথম আমার সামনে উপস্থাপিত হলো, আমি খুব শীঘ্রই ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব ।
পরে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম.এস.সেকিল চৌধুরী “ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক-২০২২ সালে সেন্টার ফর এনআরবি’র গৃহীত কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এনআরবি সেন্টার বিশ্বব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। যার কেন্দ্রে রয়েছে প্রবাসীদের আর্থ—সামাজিক অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশের মানবিক অবদান।
তাঁর বক্তব্যের জবাবে মন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের ব্রান্ডিং বিষয়ে সেন্টার ফর এনআরবি যে কাযর্ক্রম গ্রহণ করেছে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ।
এ বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট