1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৪০ বছর ইমামতি শেষে মাওলানা আব্দুল কাদিরের বিদায় মুহূর্তে রাজকীয় সংবর্ধনা প্রদান পিআর পদ্ধতিতে নির্বাচন ‘র’ একটি নীল নকশা-মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় সংবর্ধিত হলেন তরুণ ফুটবলার মোঃ মুসা আল গণি জকিগঞ্জের মুনশীবাজার জামেয়ার প্রয়াত শিক্ষকগণের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল সম্পন্ন জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিজের পকেটের টাকায় আমি মানুষের জন্য কাজ করেছি–ইকবাল আহমদ জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছে জনদাবী আদায় পরিষদ জকিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জকিগঞ্জে আল-ইসলাহ’র পবিত্র মুহররম ও আশুরার তাৎপর্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাত্রী দুর্ভোগ: জকিগঞ্জ থেকে সরিয়ে নেয়া হয়েছে সকল বাস!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে বাসচাঁপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির ঘোষণা দেয়। একই সাথে জকিগঞ্জ বাসষ্টেশন থেকে সকল বাস সিলেট বাস টার্মিনালে সরিয়ে নেয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দূর্ঘটনা কবলিত বাস ছাড়াও আরও ২/৪টি বাস ভাঙচুর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস, মিনিবাস ও মাইক্রোবাস বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প যানবাহনে অফিসে চলাচল করছেন। সকালে কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল থেকে কোনও বাস জকিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়নি। একইভাবে জকিগঞ্জ থেকেও সিলেটের উদ্দেশে কোনও বাস চলাচল দূরের কথা, জকিগঞ্জ বাস ষ্টেশনে একটি বাসও গিয়ে দেখা যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে শত কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জের সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনা দ্রুত নিরসন না হলে মানববন্ধন সহ আন্দোলনের ডাক দিতে প্রস্তুতি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, ‘অপরাধী যারাই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আমরা যদি ন্যায়বিচার না পাই তাহলে পরিবহন ধর্মঘট চলতে থাকবে।’
তিনি আরও বলেন, বাসচালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে অন্তত চারটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং জকিগঞ্জ থেকে সকল বাস সিলেটে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা প্রশাসক শের মোঃ মাহবুব মুরাদ বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক ও মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসে বিষয়টির সুরাহা করার চেষ্টা করছি। আশা করি দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করবো।
উল্লেখ্য যে, রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জের কামালগঞ্জ সড়কে বাসের ধাক্কায় নবম শ্রেণির স্কুলছাত্র আবির আহমদের মর্মান্তিক মৃত্যু ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট