বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে বয়সে তরুণ এই চেয়ারম্যানকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান সকলের মতামতের ভিত্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় স্থানীয় সরকারকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় সিলেট জেলার সকল ইউনিয়নের দাবী দাওয়া আদায়, কর্মসৃজন প্রকল্প পূনরায় চালু, চেয়ারম্যান ও মেম্বারগণের ভাতাবৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং নতুন কমিটির অভিষেক ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে সংবর্ধনা সহ ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।
Leave a Reply