সিলেট জেলা আওয়ামী লীগ শনিবার (১৮ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির এক সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলার অন্তর্গত ১৩টি উপজেলায় সাংগঠনিক টিম গঠন করেছে। সিলেট সদর উপজেলার সাংগঠনিক টিমের সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অর্থনীতিবীদ ড. আহমদ আল কবীর। তাঁর সাথে এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন ও কোষাধ্যক্ষ শমশের জামাল।
এছাড়া সিলেট সদর উপজেলা বাসিন্দা হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের নিম্নলিখিত ৯ জন দায়িত্বশীল পদাধিকার বলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সহ সভাপতি আশফাক আহমদ, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, কার্যনির্বাহী সদস্য মোঃ নিজাম উদ্দিন, এডভোকেট নুরে আলম সিরাজী, এডভোকেট আফসর আহমদ ও ডাঃ নাজরা আহমদ চৌধুরী।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) একপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন।
উল্লেখ্য যে, সিলেট সদর উপজেলা সাংগঠনিক টিম-এর সমন্বয়কারী ড. আহমদ কবির জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর নং ওয়ার্ডের অন্তর্গত নুরপুর গ্রামের বাসিন্দা। তিনি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রতিষ্ঠাতা ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে বিগত দিনে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply