1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার: তরুণ প্রজন্মকে ইসলামী অনুশাসনে উদ্বুদ্ধ করতে হবে জকিগঞ্জের গোলাম রাব্বানী শাবিপ্রবির প্রভাষক হিসাবে যোগদান জকিগঞ্জের প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর নতুন কমিটি গঠিত জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি: রিমান্ডে দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তিন ডাকাত বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল : এক মহৎ গল্পের প্রয়াস-মুহাম্মদ মামুনুর রশীদ জকিগঞ্জে হযরত খাদিমানী ছাহেব (রহ.) ২৯তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সফলে মতবিনিময় সভা জকিগঞ্জে ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

সিলেট-৫ আসন থেকে এমপি পদে নির্বাচন করতে পারেন ফারুক চৌধুরী

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ চৌধুরী।
জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর গনিপুর গ্রামের ধর্মীয় ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফারুক চৌধুরী দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
জকিগঞ্জের গনিপুর ছাহেব বাড়ির সন্তান হিসেবে তাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চিনেন।
রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। সেই সুবাদে তিনি জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন মানবিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদ-এর সেক্রেটারী ও সিলেট শিক্ষা বোর্ড বাস্তবায়ন পরিষদের সহ সাধারণ সম্পাদক ছাড়াও সিলেট বিভাগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বর্তমানে জালালাবাদ জনকল্যান সংস্থার সাধারণ সম্পাদক, নজরুল একাডেমি ও মুসলিম সাহিত্য সংসদ-এর সদস্য সহ হাবিবিয়া অর্গেনাইজেশন-এর উপদেষ্টা হিসেবে সামাজিক কার্যক্রমে জড়িত রয়েছেন।
অন্যদিকে যুক্তরাজ্যের মিডল্যান্ডে অবস্থানরত জকিগঞ্জীদের সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসসিয়েশন মিডল্যান্ড-এর বর্তমান সভাপতি ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক উপদেষ্টা ছিলেন।
শুধু তাই নয়, ফারুক চৌধুরী জকিগঞ্জ সম্মিলিত পরিষদ-এর সভাপতি ও কাবা ফাউন্ডেশন-এর চেয়ারম্যন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের কল্যাণে কাজ করার লক্ষে গঠিত কানাইঘাট-জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন সহজ সরল ও সাদা মনের মানুষ ফারুক আহমদ চৌধুরী এ সকল সংগঠন ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে ফারুক আহমদ চৌধুরী বলেন, আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিতজন, রাজনৈতিক ও সামাজিক সহকর্মীবৃন্দ দীর্ঘদিন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলে আসছেন। আমিও দীর্ঘদিন থেকে সামাজিক ও রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের জন্য কিছু করার আগ্রহ জেগেছে। সেই চিন্তা থেকে আমার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তবে দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ দেখা গেলে জকিগঞ্জ-কানাইঘাটবাসীর খেদমতের জন্য আমি নির্বাচন করতে পারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট