1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মানববন্ধনে বিএনপি নেতা মামুনের কঠোর হুশিয়ারি: সরকারের টনক না নড়লে এলজিইডি ভবন ঘেরাও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে হাইকোর্টের নির্দেশনা জকিগঞ্জে বিয়ের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত জকিগঞ্জের গৃহবধু লাকি বেগমের ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার আইন শৃঙ্খলা উন্নয়নে জকিগঞ্জ থানা পুলিশের সাথে বৃহত্তর চারিগ্রাম এলাকাবাসীর মতবিনিময় ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত জকিগঞ্জে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

সীমান্ত নদী সুরমা-কুশিয়ারার দ্রুত ডাইক নির্মাণের দাবিতে সোচ্চার জকিগঞ্জবাসী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষাবাঁধ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাঁধা প্রদান ও গুলি’র হুমকির প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছেন জকিগঞ্জবাসী। উত্তেজনা দেখা দেখা দিয়েছে দেশের উত্তরপূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষ মাঝে। আগামী বর্ষা মৌসুমে বন্যার পানিতে সিলেটবাসীকে ডুবিয়ে দেয়ার চক্রান্ত বন্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন জকিগঞ্জবাসী।

এ নিয়ে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণের অংশ গ্রহণে সিলেট এবং জকিগঞ্জে পৃথক পৃথক মতবিনিময় সভা, পরামর্শ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব সভা থেকে আগামী বর্ষা মৌসুমের পূর্বে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষাবাঁধ নির্মাণে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গণে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, উপজেলা খেলাফত মজলিস নেতা শাহজাহান মোঃ সেলিম, বিএনপি নেতা ফয়জুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ওপরদিকে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীতে অবস্থানরত জকিগঞ্জের সকল দল-মত ও শ্রেণী-পেশার ব্যক্তিবর্গকে নিয়ে সীমান্তিক ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কবি কালাম আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল মুহিউদ্দীন ফারুক, সাংবাদিক হোসাইন আহমদ সুজাদ ও মাওলানা মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শরীফ আহমদ লস্কর, আখতার হোসেন রাজু, সিলেট দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মনজুরে মাওলানা, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সিলেট জেলা যুব সংহতি’র সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, কবি সিদ্দিক আহমদ ও শাবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুরসহ অনেকেই।
এসব সভা থেকে দ্রুত সময়ের ভিতরে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, প্রতিবাদ সভা ও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য যে, সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাঁধার মুখে গত চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙ্গন এলাকার মেরামত কাজ। এর ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট