সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত পনের বছরের শেখ হাসিনার নির্যাতন বিএনপির নেতাকর্মীরা ভুলে যায় নাই। জকিগঞ্জে আওয়ামী লীগ এবং তাদের পেটোয়া বাহিনীর কারণে সভা সমাবেশ তো দূরের কথা নেতাকর্মীদের খোঁজখবর নিতে আসার সময় উপজেলার প্রবেশদ্বার বারহালে আটকে দেয়া হতো। অথচ আজ সেই দল এখন পালিয়ে গেছে। পালানোর সময় পরনের লুঙ্গিটাও নিয়ে যেতে পারে নাই।
বিএনপি এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পালিয়ে যাওয়া তো দূরের কথা সুটকেস কিংবা হেলিকপ্টারে করেও যেতে চায় না, যাবে না। এদেশের মানুষের জন্য লড়াই করেছে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সুতরাং এদেশের মানুষের মনের ভাষা বুঝে তাদের সুখে দুঃখের সাথী হয়ে থাকতে চায় বিএনপি।
তিনি শনিবার (১২ জুলাই) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে ৯নং মানিকপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, উপজেলা সহ সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সিলেট জেলা বিএনপির সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলি চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সামন।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা পাপলু আরো বলেন, আগামী রোজার আগে আশা করি এই সরকার নির্বাচন দিবে। এই নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের সময় যারা মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল তাদেরকে একটি ভোটও না দিতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলে কোন চাঁদাবাজদের স্থান নেই। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি কিংবা কাউকে হয়রানি করলে দল ছাড় দেবে না। মানুষের অধিকার সুরক্ষা করতে বিএনপি ঐক্যবদ্ধ।
Leave a Reply