ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের সঞ্চালনায় এ সভায় উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, যুগ্ম সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, অর্থ সম্পাদক মাওলানা বাহার উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হারিছ উদ্দিন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইজ্জাদ, নির্বাহী সদস্য ও বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী, বাংলাদেশ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুল হাছান ও হুসাইন আহমদ প্রমূখ।
সভায় বিস্তারিত আলোচনার পর নেতৃবৃন্দ জকিগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে তৃণমূলে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান।
Leave a Reply