উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সর্বমোট ১ হাজার ২৬ জন ভোটারের মধ্যে ৭৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫টি বুথে অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দিনব্যাপী দায়িত্বপালন করেন। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন জকিগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র সহ সভাপতি হিসাবে সাবেক কাউন্সিলর শামীম আহমদ মোটর সাইকেল প্রতীকে ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চেয়ার প্রতীকে আব্দুস সালাম পেয়েছেন ২৪৩ ভোট, সালেহ আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১৮ ভোট, মোঃ জমির উদ্দিন আম প্রতীকে পেয়েছেন ১০৩ ভোট ও মকদ্দছ আলী মকু মিয়া তালা প্রতীকে পেয়েছেন মাত্র ৬ ভোট। সহ সভাপতি পদে মুনিরুল ইসলাম রাজু (রাজন) পানির বোতল প্রতীকে ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মোঃ মঈন উদ্দিন ছাতি প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট, মোঃ নজরুল ইসলাম রুই মাছ প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট ও মোঃ মতিউর রহমান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ বেলাল আহমদ দোয়াত কলম প্রতীকে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক এনামুল হক মুন্না টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট, মোঃ আতিকুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট, মোঃ আব্দুল হান্নান চশমা প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট ও বদরুজ্জামান কলস প্রতীকে পেয়েছেন মাত্র ৩৬ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আলতাব হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট, আব্দুল গফুর বই প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট ও মোঃ সাইফুল আলম সিএনজি প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মুছলিম উদ্দিন কেটলি প্রতীকে পেয়েছেন ২২০ ভোট, মুনিম আহমদ মই প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট ও হাবিবুর রহমান বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল আমীন টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী রেজাউল ইসলাম রাজু আনারস প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট ও মোঃ নুরুল হুদা ফুটবল প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে মোঃ সাবুল আহমদ মোবাইল ফোন প্রতীকে ৪৩৭ ভোট, আব্দুল মানিক ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট, মোঃ বাবুল আহমদ উটপাখি প্রতীকে ৩৩৬ ভোট, ফয়ছল আহমদ জাহাজ প্রতীকে ৩৩২ ভোট ও আব্দুল মালিক হাতি প্রতীকে ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে কার্যকরী সদস্য পদে দেলওয়ার হোসেন দুলু পেপে প্রতীকে ২৮০ ভোট ও জাহেদ আহমদ ফয়ছল মোমবাতি প্রতীকে ২৩২ ভোট পেয়েও হেরে যান।
এদিকে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জকিগঞ্জ উপজেলা পরিষদ এলাকা ও পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভোটার, কর্মী ও সমর্থকরা উল্লাস, মিষ্টি বিতরণ ও অভিনন্দন জানাতে ছুটে যাওয়া মানুষের ভিড়ে বাজার চত্বর মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে। পুরোদিন ভোট গণনাকেন্দ্রের বাইরে হাজারো মানুষ ফলাফলের অপেক্ষায় ঘিরে থাকে। কেউ লোহার গেটের ফাঁক দিয়ে ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করে, আবার কেউ মোবাইলে লাইভ প্রচারের মাধ্যমে গণনার অগ্রগতি জানাতে থাকেন। প্রার্থীদের সমর্থকেরা স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকা সরগরম করে রাখেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সেবামুখী বাজার পরিচালনা কমিটি গড়ে তোলাই আমার লক্ষ্য। সাধারণ সম্পাদক বেলাল আহমদ বলেন, বাজারে যানজট কমানো, সিসিটিভি স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনসহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে।
সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন জানান, পুরো ভোট গ্রহণ ও গণনা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি সকল প্রার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
অপরদিকে স্থানীয় ব্যবসায়ীরা নতুন নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশ নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এ ব্যাপারে পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ীরা নিজ নিজ জনপ্রিয়তা দিয়েই বিজয়ী হয়েছেন।
Leave a Reply