1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আমরা নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ উপহার দেবো—হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এ দেশ এ মাটি আমাদের, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–মুফতী আবুল হাসান ফাহিম আল্ চৌধুরী সমগ্র বাংলাদেশের একটা উদাহরণ–অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী জকিগঞ্জ মুক্ত দিবস আজ ধানের শীষ প্রতীক না দিলে আত্মহত্যার হুমকি বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলীর! ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার: তরুণ প্রজন্মকে ইসলামী অনুশাসনে উদ্বুদ্ধ করতে হবে জকিগঞ্জের গোলাম রাব্বানী শাবিপ্রবির প্রভাষক হিসাবে যোগদান

এ দেশ এ মাটি আমাদের, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–মুফতী আবুল হাসান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতী আবুল হাসান বলেছেন, ‘এ দেশ এ মাটি আমাদের। দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনৈক্যে জড়ানো যাবেনা।আমাদেরকে আদর্শবান হতে হবে, নৈতিক চরিত্রকে উন্নত করতে হবে। চরিত্রের বলে বলিয়ান হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।’ রোববার (২৩ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো মাঠে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক শায়খ এবিএম সিরাজুল মামুন।
তিনি তাঁর বক্তব্যে বলেন,’৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষের মধ্যে বৈষম্য মুক্ত ইনসাফের সমাজ প্রতিষ্ঠার একটা তীব্র আকাঙ্খা তৈরী হয়েছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। এবার দেশের মানুষ সৎ,আদর্শবান এবং হৃদয়ে আল্লাহর ভয় আছে; এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। যারা খোলাফায়ে রাশেদার আদর্শ লালন করে, তাদেরকে নির্বাচিত করতে চায়।’ তিনি বলেন, ‘জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ কত ভাগ্যবান, মুফতী আবুল হাসান সাহেবের মতো জননন্দিত, আদর্শবাদ ও খোদভীরু আলেমে দ্বীনকে প্রার্থী হিসেবে পাচ্ছেন। যিনি নির্বাচিত হলে তাঁর দরজা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে। তিনি জনগণের সাথে মিশে থাকবেন।’ তিনি উপস্থিত নেতা-কর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন,’ মুফতী আবুল হাসান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত মাঠে-ময়দানে থেকে তাঁর বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।’
জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমদ, সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আবদুস সালাম, সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈদুল ইসলাম।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শায়খ মাওলানা আবদুস সাত্তার, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলীল মামরখানী, মাস্টার ইমাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ূম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম মুনশি, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আমিমুল ইহসান শামীম, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি আহমদুল্লাহ গুলজার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা বায়তুল মাল সম্পাদক মিনহাজুল হক রিফাত, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, হাফিজ আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম সিদ্দিকী সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড শাখা, সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সম্মেলন শেষে সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসানের সমর্থনে দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে এক বিশাল গণমিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট