1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে গত সাপ্তাহে একাধিক সড়ক দূর্ঘটনা: নিহত নেই. আহত অনেকেই জকিগঞ্জে প্রবাসী’র বাড়িতে চুরি সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন জকিগঞ্জের শোয়েব জকিগঞ্জে বীরশ্রীতে আলোর পথে সমাজ কল্যানসংস্থার কমিটি গঠন কানাইঘাট বিএনপি’র জনসভায় আরব আমিরাত বিএনপি’র আহবায়ক জাকির হোসাইন সংবর্ধিত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়– প্যারিসে চাকসু মামুন জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এক কোটি টাকা অনুদান প্রদানের আশ্বাস শতবর্ষের ইতিহাসকে লালন করে সবাইকে জমিয়তের পতাকা তলে আসতে হবে–আল্লামা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ যুবদলের কর্মীসভায় এড. মোমিন-তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে

কানাইঘাট বিএনপি’র জনসভায় আরব আমিরাত বিএনপি’র আহবায়ক জাকির হোসাইন সংবর্ধিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় সংবর্ধিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনতো জাকির হোসাইন।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে কানাইঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মামুন রশীদ মামুনের সভাপতিত্বে এ জনসভা যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও কানাইঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ইসমাইল।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে। দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী দিনে দেশ সবদিক থেকে এগিয়ে যাবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, সিলেট-৫ আসনের ধানের শীষ কাউকে লিজ বা ইজারা দেওয়া হয়নি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এই ফ্যাসিবাদের যাতে আর পূণর্জন্ম না হয়, এদেশের মজলুম মানুষ আর কোনো দিন যাতে নির্যাতিত না হয়, মসজিদের ইমাম সাহেব মসজিদে কোন খুতবা দিবেন সেটি চিরকুট আকারে নির্দেশ না আসে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে দেশে ৫০ লক্ষ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌছে দেওয়া হবে। কানাইঘাট-জকিগঞ্জের এক ফসলী জমি দুই ফসলিতে দুই ফসী জমি তিন ফসলীতে রুপান্তরিত করা হবে। বাংলাদেশের সম্পদ সীমিত, জনসংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জকিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসাইন বলেন, কানাইঘাট-জকিগঞ্জ হচ্ছে অবহেলিত অঞ্চল। এই অঞ্চলকে আমরা দীর্ঘদিন বিএনপির হাতে তুলে দিতে পারি নাই। বিগত দিনে যে আন্দোলন হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। আমরা হামলা, মামলা, গুমের ভয় করি নাই। আমাদের নেতা যে নির্দেশ দিয়েছেন তা আমরা সবসময় পালন করার চেষ্টা করেছি।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছেন। এখন কেউ ঘুম থেকে উঠে যদি বলে আমরা এই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছি তা ঠিক হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন ও বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরীসহ বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট