ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক পিএলসি কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের যৌথ উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ইজি টক একাডেমি প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সংবাদকর্মী আহমেদ সাঈদের উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক জুবায়েরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন-জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবীদ জুবায়ের আহমদ, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজমুল হক, ইজি টক একাডেমির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ও এনআরবিসি ব্যাংক কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের ম্যানেজার ইমাম হাসান।
এছাড়াও অনুষ্ঠানে ইজি টক একাডেমির পরিচালক মাহবুবুর রহমান, মো. মুহি উদ্দিন, মো. খলিলুর রহমান, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা মো. আল আমিন, আসিফ মিয়া, শাকিল আহমদ, সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ অঞ্চলে ইজি টক একাডেমির শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনীয়তার বিষয়েও বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করেন।
Leave a Reply