জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজার এক সভা শেষে হঠাৎ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভকালে ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।
কসকনকপুর ইউনিয়ন জাপা’র সভাপতি আব্দুস সালাম (ছলই মিয়া)’র সভাপতিত্বে ও জাপা নেতা মুহিবুর রহমান মুহি’র পরিচলনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক পাটির সভাপতি জসিম উদ্দিন লস্কর, সাবেক সভাপতি কে এম বদরুল হাসান মেম্বার, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলাম মেম্বার, মোস্তফা কামাল, বেলাল আহমদ, সেচ্ছাসেবক পার্টির নেতা নুরুল ইসলাম বাবু, আব্দুল মুমিন, সেলিম আহমদ ও আব্দুল আহাদ প্রমূখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার তীব্রনিন্দা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। অন্যতায় সারাদেশে জাতীয় পার্টি নেতাকর্মীরা তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।
Leave a Reply