খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল বলেছেন, দীর্ঘ ১৫ বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের মানুষকে জুলুম-নির্যাতন ও গুম-খুন করেছিল। এখন শেখ হাসিনা ওপারে পার্শ্ববর্তী দেশ ভারতে দাদা বাবু’র কাছে বসে আছেন। সেখানে আপা বসে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো শেখ হাসিনা সফল হবেন না।
তিনি আরও বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই অত্যাচারের জন্য নয়, টেন্ডারবাজির জন্য নয়, হত্যা ও নির্যাতনের নয়। আমরা চাই শান্তি, আমরা চাই একটি সুন্দর সমাজ। খেলাফত মজলিস চায় সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনর্মাণ করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে।
তিনি শনিবার (২২ মার্চ) বিকেলে জকিগঞ্জ শহরের ইখওয়ান কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিসের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুস হানিফ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা কফিলুজ্জামান কফিল।
উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালালের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, ছাত্র মজলিস সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি সালমান আহমদ ও জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মিনহাজুল হক রিফাত প্রমূখ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সারওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম ও আনঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply