জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিযনের নীলাম্বরপুর মাঝপাড়া জামে মসজিদে চল্লিশ দিন তাকবিরে উলার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ২৫ জন শিশুকে উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) বাদ জোহর স্থানীয় মসজিদে এক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মেহেদী হেলালের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলায়াত করেন হাফিজ হোসাইন আহমদ।
বক্তব্য রাখেন জকিগন্জ প্রবাসী এক্য পরিষদের উপদেষ্টা সুলাইমান আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইলাছ আলী, সহ সভাপতি আব্দুন নুর, আব্দুর রহমান, সমাজসেবী নেহাদ আহমদ ও হাফিজ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন নীলাম্বরপুর মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মখদ্দছ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন-শিশুদেরকে মসজিদ মুখী করার জন্য নিলাম্বপুর মাঝপাড়া জামে মসজিদ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন উদ্যোগ প্রতিটি এলাকার মসজিদে নেওয়া হলে শিশুরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আকৃষ্ট হবে।
উল্লেখ্য যে, সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম উকিলের সহযোগিতায ২৫ জন শিশুকে উপহার প্রদান করা হয়।
Leave a Reply