মাননীয়
প্রধান উপদেষ্টা ইউনুস চাচা,
আসসালামু আলাইকুম
চিঠির পয়লা সিলট’র শেষ সীমার জকিগঞ্জ উপজেলার গাউ-গেরামর লাখ লাখ হতভাগা, আউয়া-জাউয়া অবহেলিত জনগণর পক্ষ থাকি আমি বেহায়া, বেইজ্জত, জনম দুঃখী, কপাল পুড়া, আদুম-ছুদুম জকিগঞ্জী চাচার সালাম ও শুভেচ্ছা নিবায়।
পরসমাচার চাচা,
আইজকে একটা দরকারি কথা কইতাম করি চিঠিখান দিয়ার। আপনি হয়তো জানেন, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মাঝে গ্যাস সন্ধ্যান পাইছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই গ্যাস কূপ ইকটা বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে চিন করা অইছে। গ্যাস পাওয়ার পরে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) করিয়া গ্যাসের শিখা জ্বালানি অইছে। বর্তমানে গ্যাস তুলার লাগি পরীক্ষা-নিরীক্ষা করা অর করি হুনিয়ার।
চাচা রেবা,
জকিগঞ্জে গ্যাস কূপ আবিষ্কার হওয়ায় এলাকার মানুষর মাঝে গ্যাস সংযোগ পাওয়ার আশা তৈরি অইছে। এলাকার মানুষে চায় গ্যাস কূপের কার্যক্রম জকিগঞ্জ উপজেলায় রাখার অউক। এছাড়া এই অবহেলিত বঞ্চিত জকিগঞ্জর মানুষ আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়ার লাগি বারবার দাবী জানার। ইতার লাগি মানুষে এলাকাত সভা, সমাবেশ ও মানববন্ধন করের।
ও চাচা,
বাংলাদেশর এক কোণার হতভাগা, আউয়া-জাউয়া অবহেলিত জনগণর ইতা আওয়াজ আপনার কান পর্যন্ত পৌছেরনি। আপন ইতা না হুনলে যে কোন কাম অইতো নায় তা আমরা বুঝিয়ার। এরলাগি রেবা চাচা ইতা মাত কথা আপনে কিয়াল করি হুনবা। নাইলে আমরার গ্যাস দেশ আলায় পাইবা, আর আমরা বইয়া বইয়া দেখমু।
চাচা রেবো,
জকিগঞ্জ গ্যাসক্ষেত্রে এখন গ্যাসের প্রবাহ আরও বাড়ানি ওর করি হুনিয়ার। এই গ্যাসক্ষেত্র থাকি ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস তোলা যাইবো করি তারা ধারণা কররা। অত গ্যাস চাচা আমরার জকিগঞ্জ থাকি তুলিয়া দেশের বিভিন্ন জায়গায় নিবা, অথচ আমরার জকিগঞ্জের মানুষ ওউ গ্যাস পাইতো নায়! ইতা কোন ইনসাফের কথানি চাচা?
শিয়ান চাচা,
আপনি বেয়াক্কলি করতা নায় এই আশা আছে আমরার। আপনি আপনার আখল কাটাইয়া দেখবায় কথাটা হাছা না মিছা কইছি। আপনি এখন থাকি এই বিষয়ে বাপেক্সরে কইয়া রাখবা। নাইলে চাচা জকিগঞ্জর মানুষ অশান্তি অইয়া উঠবা। আপনার দেশ অশান্তি অইযিব। এরলাগি সময় থাকতে আগে তাকি এই বিষয়টা বায় খেয়াল দেউক্কা।
পরিশেষে চাচা,
আপনারে কইতাম চাইয়ার, আমরা জানি এই চিঠিটা আপনার সামনে যাইতো নায়। যদি কোন মাধ্যমে এই চিঠি তোমার কাছে যায় আর কেউ বিষয়টা বুঝাইয়া খয়, তাইলে আপনে আপনার দয়ার নজর দিয়া আমরার জকিগঞ্জবাসীর এই দাবী পূরণ করবায়।
ইতি
আপনার আদুম-ছুদুম
জকিগঞ্জী চাচা
Leave a Reply