জকিগঞ্জ থেকে এবারের এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখা। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী এ শিক্ষা সফর ছিল মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি, চা গবেষণা কেন্দ্র ও সীতেশ বাবুর চিড়িয়াখানা।
এ শিক্ষা সফরে অংশ নেন এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রার্থী দুই শতাধিক শিক্ষার্থী।
দিনব্যাপী এ শিক্ষা সফরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আহসান আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমেদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার জেলা সভাপতি মাবরুর হুসাইন, সেক্রেটারি আবিদ হাসান, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ ও সেক্রেটারি আবু সুফিয়ান সহ দায়িত্বশীলবৃন্দ।
দিনব্যাপী শিক্ষা সফরে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখার ফাঁকে ফাঁকে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ও সেরা বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply