ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলাধীন ৮নং কসকনকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় চেকপোস্ট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কসকনকপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুল হাছান, ইসলামী শ্রমিক আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইজ্জাদ, ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। এছাড়াও সভায় কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের মুরব্বি, যুবক ও আলেম সমাজ উপস্থিত ছিলেন।
Leave a Reply